বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ আলোচনা সভা ও র‍্যালি
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:০০ PM
“শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে শনিবার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে  এক আলোচনা সভা ও গুণী  শিক্ষকদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন কাহালু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল অলীম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাহালু ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ  আলহাজ্ব এ বি এম হাফিজুর রহমান, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু উপজেলা বেসরকারি শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সহ-সভাপতি ও কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইব্রাহিম আলী, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোর্শেদা আকতার মীম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

আলোচনা শেষে গুণী ৬ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান এবং শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়।
                                                                

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত