বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
হরিনাকুন্ডুতে পূজা মন্দির পরিদর্শন করেন জাসাস নেতা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:৩১ PM
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পূজা মন্দির পরিদর্শন করেছেন জেলা জাসাজের সিনিয়র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতী, গোল্ডেন এগরোভিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মো. জাহিদ হাসান। 

শনিবার সকাল থেকে উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের বেশ কয়েকটি দূর্গা মন্দির তিনি পরিদর্শন করেন তিনি। 

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আমাদের দেশের নাগরিক। তাদের ধর্মীয় উৎসব পালনে আমাদের সহযোগিতা করতে হবে। কোন রকম বিশৃঙ্খলা হোক, এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে ঝিনাইদহ জেলা জাসাসের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই নেতা।
তিনি আরও বলেন, দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় না থাকলেও ছায়া সরকার হিসেবে কাজ করছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদের নির্দেশে কাজ করে যাচ্ছি। তিনি আমার রাজনৈতিক অভিভাবক। তার নির্দেশেই পূজা মন্ডপ পরিদর্শনে এসেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৭নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক ও চরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন। 
আলী হোসেন বলেন, আমাদের নেতা জাহিদ হাসানের মত যদি আরো অন্যান্য ইউনিয়নে নেতা হতো তাহলে অন্তত গরিব ও অসহায় মানুষগুলো স্বস্তির নিশ্বাস নিতে পারতো।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রউফ, ৭নম্বর রঘুনাথপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলী হোসেন, রঘুনাথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হবিবর রহমান, মোঃ ছবুর শাহ্‌, বিএনপির নির্যাতিত নেতা আলী হোসেন, মোঃ তালেব হোসেন শাহ্, মোঃ আব্দুর রশিদ হোসেন, জুয়েল, জসিম, মোঃ আমিরুল মাস্টার, মুকুল হোসেন, মোঃ সরোয়ার মেম্বারসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। 
পরিশেষে স্থানীয় চরপাড়া বাজারে দলীয় নেতা কর্মীদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

উল্লেখ্য,গত উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ জাহিদ হাসান প্রার্থীতা ঘোষণা করেন এবং বৈধ ভাবে নমিনেটেড হন। পূর্ববর্তীতে কেন্দ্রীয় বিএনপি এ নির্বাচন প্রত্যাহার করলে জনাব তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ তাকে নির্বাচন প্রত্যাখ্যানের নির্দেশ দিলে, তিনি নির্বাচন থেকে সরে আসেন। 

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত