পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ লাইন্সে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ নিহত হয়েছেন।
পাকিস্তান পুলিশের এক কর্মকর্তা জানান, সোমবার জঙ্গিরা জেলা পুলিশের সদরদপ্তরে হামলা চালানোর পর থেকে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুক লড়াই চলছে। হামলাকারীদের মধ্যে আত্মঘাতী বোমারুও ছিল। উত্তর ওয়াজিরিস্তান জেলা সংলগ্ন বান্নুর পুলিশের সদরদপ্তর এলাকার ভেতরে পুলিশের একটি আবাসিক কমপ্লেক্স আছে।
পুলিশ কর্মকর্তা জানান, আততায়ীদের ঘিরে ফেলা হয়েছে, তারা তাদের অবস্থান থেকে নড়তে পারছেন না। পুলিশ এ পর্যন্ত তিন হামলাকারীকে হত্যা করেছে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধ করতে গিয়ে তিন পুলিশ নিহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান হামলায় দায় স্বীকার করেছে বলে গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন। তিন হামলাকারীকে হত্যার পর অবশিষ্টদের ‘নিষ্ক্রিয়’ করার জন্য নিরাপত্তা বাহিনী পুলিশ কমপ্লেক্সটির চারদিকের রাস্তা বন্ধ করে দিয়ে অভিযান চালাচ্ছে।