বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫:০৬ PM
খুলনার উপকূলীয় দাকোপে পানখালী ইউনিয়নের কামার আবাদ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের প্রায় ৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ভদ্রা নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

পানির নীচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আমনের ক্ষেত। অসংখ্য পুকুরের মাছ ভেসে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পানিবন্ধি হয়ে পড়েছে প্রায় হাজারো পরিবার।

স্থানীয় লোকজন জানান, চলতি পূর্ণিমার গোনে ভদ্রা নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে শনিবার দিনগত রাত ১১টার দিকে পানখালী ইউনিয়নের কামার আবাদ খেয়াঘাটের দক্ষিণ পাশে প্রায় ৫০ ফুট পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ পূনরায় ভদ্রানদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়। এর আগে শুক্রবার রাতেও ভেঙে গেলে এলাকার কয়েকশত লোক কঠোর পরিশ্রম করে বাঁধ সংস্কার করে।  

পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, ভেঙে যাওয়ার পর আমন ধানের ক্ষেত পানির নীচে ডুবে গেছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এছাড়া প্রায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বিশেষ করে বেশ কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বাঁধ আটকানোর পর পূনরায় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত জানান, প্রথম বার বাঁধ ভেঙে গেলে জিও টিউব ফেলে বাঁধ আটকাতে সক্ষম হই। বাঁধটি পূনরায় ভেঙে গেছে। ভাটায় পানি নেমে গেলে আবার সংস্কারের কাজ শুরু করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত