বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দাকোপে বিএনপির চার নেতাকে শোকজ একজনকে অব্যাহতি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫:০৮ PM
খুলনার দাকোপে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএপির চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া কামারখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাইদুল সানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

কারণ দর্শানো নোটিশ প্রাপ্তরা হলেন চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শামীম হোসেন। শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা ও সদস্য সচিব আব্দুল মান্নান খান এ কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে উল্লেখ করেন উপজেলার বাজুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি। 

পরবর্তীতে বাজুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আগামী ৫ দিনের মধ্যে প্রত্যেকে পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।      

                                                                                       


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত