পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষাসহ নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বারদের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সুশীল সমাজের নাগরিকরা।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারনে যে প্রস্থাব করা হচ্ছে এতে করে নাগরিক সুযোগ-সুবিধা পেতে ব্যাহত হবে বলে মনে করেন তারা। তাই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যে দলের হোক তাদের অপসারণ না করতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান স্থানীয় সুশীল সমাজের নাগরিকরা।
রবিবার (২০ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার অপসারণ না করার দাবিতে সংবাদ সম্মেলনে এই দাবী জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা বক্তব্য রাখেন।
এসয় বক্তারা পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষাসহ নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যে দলের হোক তাদের অপসারণ না করতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।