রাবি শাখা (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাখা ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব মোবাইল কলে এক ছাত্রলীগ কর্মীকে বলেছেন, ‘এখন আপনাদের সব থেকে বড় শত্রু সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী মানেই শিবির।’
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথোপকথনে রাবি জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক দাবি করা এই ছাত্রদল নেতার দুই মিনিট ৫১ সেকেন্ডের ফাঁস হওয়া কল রেকর্ডে এমন মন্তব্য শোনা গেছে।
অডিও ফাঁসের ঘটনায় এরই মধ্যে হাসিবুল ইসলাম হাসিব এবং মোহাম্মদ আহসান হাবীবকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা হাসিবুল ইসলাম হাসিবকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
২ মিনিট ৫১ সেকেন্ডের ফাঁস হওয়া কথোপকথনে ছাত্রলীগের কর্মীকে হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘শুনেন এখন আপনাদের (ছাত্রলীগ) সব থেকে বড় শত্রু কে জানেন?
জবাবে ছাত্রলীগ কর্মী বলেন, কে ভাই? হাসিব বলেন, কে বড় শত্রু বলেন তো? ছাত্রলীগ কর্মী বলেন, এ বিষয়ে আমার কোনও আইডিয়া নেই, ভাই।
তখন ছাত্রদল নেতা হাসিব বলেন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাধারণ শিক্ষার্থী। আর এরা হচ্ছে শিবির। সাধারণ শিক্ষার্থী মানেই শিবির। এই শালারা হচ্ছে সব শিবির। এরা খেলছে, যদি আমরা আপনাদের থেকে দূরে সরে আসি, তারা কিন্তু আপনাকে ছাড় দেবে না।
ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে জানতে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি ছাত্রদলের দু'জনকে ইতোমধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে।