বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলায় শিক্ষিকাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২:২৬ PM আপডেট: ২৩.১০.২০২৪ ২:৩১ PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটিকে (৫ আগস্ট) ‘অন্তর্বাস দিবস’ আখ্যা দেয়ায় শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকারকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে ফেনীর ছাগলনাইয়া কলেজে বদলি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকার কলেজের সহকারী অধ্যাপক। তিনি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগে কর্মরত ছিলেন। 

জানা যায়, গত ১৮ অক্টোবর শিক্ষিকা রুমা সরকার নিজের ফেসবুকে একটি ছবি (ফটোকার্ড) পোস্ট করেন, ওই ছবিতে বলা ছিল- ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’। সেই ফটোকার্ডটি শেয়ার করে পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘৫ই আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস-  রুমা সরকার, ১৮/১০/২০২৪’
যদিও এই প্রতিবেদন লেখার সময় তার ওই পোস্টটি ফেসবুকে আর খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও গত শনিবার এক ফেসবুক পোস্টে রুমা সরকার লিখেন, ‘আপনারা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় প্রস্রাব করলেন। আপনারা একজন মায়ের বয়সী নারীর ব্রা-পেন্টি নিয়ে নাচানাচি করলেন। গণভবন থেকে আপনারা চেয়ার, টেবিল, ফ্রিজ, টিভি, শাড়ি, গয়না, হাঁস মুরগি,  পেঁয়াজ, কাঁচামরিচ, পাঙাস মাছ, লাউ শাক, থালা বাটি,  টয়লেটের ব্যবহৃত কমোড পর্যন্ত লুট করে নিয়ে গেলেন। আপনারা একজন মাতৃস্থানীয়ার শোবার ঘরের খাটে গিয়ে জুতাসহ শুয়ে পড়লেন!’ 

সেই পোস্টে শিক্ষিকা রুমা আরও লিখেন, ‘আপনারা বাঙালির ইতিহাসের সূতিকাগার, ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি, যা কি-না জাতীয় মিউজিয়াম, সেটিকে পুড়িয়ে দিলেন। আপনারা বাংলাদেশের জন্ম মানবেন না, মুজিব মানবেন না! এটা সত্য, এটা ইতিহাস। আপনারা দেশসেবা করার সুযোগ পেয়েও দেশের উন্নয়ন নয়, বরং ধর্মের লেবাসে ধর্মান্ধতা ছড়াচ্ছেন।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত