বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
খুলনা থেকে রাজধানী মুখী প্রথম কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ PM
কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে এবং সড়ক পথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে দেশে প্রথম কৃষিপণ্য পরিবহনে কৃষিপন্য স্পেশাল ট্রেন চালু হয়েছে খুলনা থেকে। সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

সকালে এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের চীফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। প্রথম দিন খুলনা থেকে ৭টি বগি ও ৬৪০ কেজি পণ্য নিয়ে ছেড়ে গেছে বিশেষ ট্রেন। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১৪০ টন পন্য আনা নেয়ার সুবিধা মিলবে। 

সপ্তাহের মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড়ের বীর মুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম ও শনিবার চাপাইনবাবগঞ্জের রহনপুর স্ট্রেশন থেকে এই বিশেষ ট্রেন ঢাকার ছেড়ে যাবে। এই ট্রেনে কৃষিপণ্যসহ বাংলাদেশ রেলওয়ে কতৃক ঘোষিত পার্শ্বেল পণ্য পরিবহন করা যাবে। 

পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহন করা যাবে। প্রতিকেজি পণ্য খুলনা থেকে ঢাকা পরিবহনে খরচ হবে এক টাকা ৪৭ পয়সা। 

ট্রেন খুলনা থেকে রওনা দিয়ে ঢাকা পৌছাবে রাত ১০টা ৪৫মিনিটে। যাত্রা পথে এটি যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ঈশ্বরদীসহ ১৫টি স্টেশন থেকে পন্য নেবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত