সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সমকামিতাসহ নানা অভিযোগে ইবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর ইসলামের সমকামিতাসহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিভাগের শিক্ষার্থীরা। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়। পরে প্রধান ফটকে অবস্থান নিয়ে ফটকে কুশপুত্তলিকা টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়।

বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও হুমকির অভিযোগ এনে ওই শিক্ষকের পদত্যাগ দাবি করেন তাঁরা। সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম নারী শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন।

এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, বিভাগের শিক্ষার্থীদের মানুষিকভাবে হেনস্তা করা হয়েছে। সে সহকামিতা সার্পোট করে। অনেক শিক্ষার্থীকে তার বাসায় ডেকে অফার করা হয়েছে। আমরা তার বহিষ্কার চাই।

এর আগে গত ৮ অক্টোবর এসব অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দশ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদনে জমা দিতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত