সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ডোমারে কোটি টাকার মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার ২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৪২ PM
নীলফামারীর ডোমার শহরের মিম টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডোমার থানার এসআই শাকিল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,শেরপুর জেলার মাঘরাসা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে কামাল হোসেন(৩০) ও কুমিল্লা জেলার সোনাকান্দা ২১নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের ছেলে বাসির হোসেন বসির।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মালামাল উদ্ধারের তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

প্রসঙ্গত; গত ২অক্টোবর সকালে ডোমার শহরের সাহাপাড়া রোডে অবস্থিত রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটে। 

৩/৪ জনের সংঘবদ্ধ একটি চোরের দল দোকানের সাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে গচ্ছিত প্রায় ৯০লক্ষ টাকার মোবাইল ফোন সেট  চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
                                                     
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত