শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
দায়িত্ব পালনে বাধায় বিজিবির প্রতিবাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১:১১ PM
পঞ্চগড় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে যাওয়া নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেয়া ছাড়াও অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
 
এতে বলা হয়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পঞ্চগড় সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার (২৬ অক্টোবর) বিশ্বাসযোগ্য সূত্রে একটি বাড়িতে চোরাচালান করা ৬টি গরু রাখার গোপন খবর পেয়ে পঞ্চগড় সীমান্তের ভিতরগড় ইউনিয়নের মহারাজা দীঘি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এদিন স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে নাজমুল ইসলামের বাড়িতে যান তারা।

কিন্তু বিজিবির অভিযানের খবর জানতে পেরে গরুগুলো সুকৌশলে অন্যত্র সরিয়ে ফেলা হয়। বিষয়টি জেনে অভিযান স্থগিত করে ইউপি সদস্যের লিখিত নিয়ে অভিযানিক দল ঘটনাস্থল ত্যাগ করে। ফেরার পথে নাজমুল ইসলাম ও আবু মায়েদ মুকুল এলাকার মাদক কারবারি ও চোরাকারবারিসহ প্রায় ৩০ থেকে ৪০ জন উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ে বিজিবি টহল দলকে সরকারি কর্তব্য পালনে বাধা দেয়ার চেষ্টা করে।
 
এ বিষয়ে লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘নাজমুল ইসলাম ও আবু মায়েদ মুকুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চোরাকারবারি ও মাদক কারবার পরিচালনা ও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনাকে পুঁজি করে তারা বিজিবির সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালিয়ে ভিত্তিহীন, মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, বর্তমানে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যদের সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত