ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভিমরুলের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত রবিবার দুপুরে উপজেলার গৌরীপুর- শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল বড় মসজিদের কাছে রাস্তার পাশের গাছে ভিমরুলের বাসা রয়েছে। রবিবার দুপুরের দিকে ওই সড়ক হয়ে যাতায়াতের সময় হঠাৎ করে ভিমরুল এসে কামড় শুরু করে। কিছি বুঝে উঠার আগেই স্থানীয় রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাত(২১)সহ ৩০ জনের মৃত লোক ভিমরুলের কামড়ে আহত হন।
এদিন ভিমরুলের কামড়ে আহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী ফেরদৌসী বেগম জানান, লামাপাড়া থেকে ইজিবাইকে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে আসতেই হঠাৎ করে ভিমরুল ইজিবাইকের ভেতর ঢুকে পড়ে। এ সময় ৪০ দিন বয়সী এক শিশুসহ ৮ জন যাত্রী ভিমরুলের কামড়ে আহত হন। আহতরা ভয় এবং গায়ে প্রচন্ড ব্যাথা নিয়ে যার যার মতো করে দ্রুত হাসপাতালে যান।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভীমরুলের কামড়ে আহত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ কমেপ্লক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নারী-শিশুসহ ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।