যশোরে র্যাবের অভিযানে জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার ও তার কাছ থেকে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গতকাল রোববার গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জসিম অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ রাসেল বলেন, অস্ত্রসহ আটক জসিম সরদার এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার সিরাজকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।