বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সারাদেশে আটককৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৫১ PM
খাগড়াছড়ি সাংবাদিক প্রদীপ চৌধুরী ও চট্টগ্রামের সাংবাদিক প্রনব বড়ুয়া অর্নবসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দরা।

আজ সোমবার (২৮ অক্টোবর) সোমবার সকালে শহরের বনরুপার চৌমুহনী চত্বরে ঘন্টাব্যাপি এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিতে প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও সদস্য মনসুর আহমেদ মান্নার সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোঃ আনোরুল হক, সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, এ কে এম মকসুদ আহম্মদসহ রিপোর্টস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারন সম্পাদক মিশু দে সহ বিভিন্ন সাংগঠনের সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টারা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। 

এমনকি খাগড়াছড়িতে প্রদীপ চৌধুরীকে আদালতে তার পক্ষে কোন আইনজীবিকে দাড়াতে দিতে দেয়া হয়নি, যা মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

আমরা ধরনা করেছিলাম, নতুন সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু আমরা দেখচ্ছি উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে। 

খাগড়াছড়ি সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ আটক ও গ্রেপ্তারকৃত সারাদেশে সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিও জনানো হয়। 

প্রতীকি কর্মবিরতি শেষে, সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।#

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত