বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জনের কারাদণ্ড
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৫৬ PM
মা' ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গত ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ১৪ দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে মোট ১৪টি অভিযান পরিচালনা করা হয়। 

শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ইলিশ ক্রয়-বিক্রয়ের অপরাধে ২৮ জনকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, জব্দকৃত প্রায় ৪৫০ কেজি মাছ কেজি মাছ স্থানীয় এতিমখানায় ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়। বিতরণ করা হয়। অভিযানে জব্দকৃত ৮ লক্ষ ১১ হাজার জাল ধংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে।  

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪' বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। এ পর্যন্ত ১৪টি অভিযান পরিচালনা করে ১১৫ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল, জব্দকৃত মাছ এতিমখানা ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া, জব্দকৃত বিপুল পরিমাণ জাল ধ্বংস করা হয়েছে। সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান তিনি।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪' বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত