বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেয়ার আহবান বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:৫০ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় শুরু হওয়া বিরাজনীতি করণের চক্রান্ত এখনও চলছে। 

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা ঈদগাহ মাঠে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন এবং তারাই দেশ পরিচালনা করবেন। নির্বাচন করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার, আমরা ততটুকু সময় দেবো। সে সময়টা অতিক্রম হয়ে গেলে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি ঘরে বসে থাকবে না।

তিনি বলেন, অতীতে রাজপথে থেকে যেমনভাবে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করবো। আমরা শুধু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চাই। শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার সবার আন্দোলনের ফসল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত