রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী ন্যায্যমূল্যে খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবেশনায় বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি পৌরসভা মার্কেট প্রাঙ্গণে ন্যায্যমূল্যে খোলা বাজার কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, পৌরসভা সচিব কাজি আতিকুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সমন্বয়ক শরিফুল ইসলাম শাকিল, আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
খোলা বাজারে ন্যায্যমূল্যে ডিম, আলু,বরবটি, পটল, লাউসহ বিভিন্ন সব্জি বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যেবৃত্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জনগনের চাহিদা অনুযায়ী এই কার্যক্রম সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উল্লেখ্য: সরকার পট পরিবর্তনের পর নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এতে নিম্ন ও মধ্যবৃত্ত জনগণের জীবন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। তা কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে জেলা প্রশাশনের এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে।