বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
টিএসসিতে রিকশাচালকের মারধরে ঢাবি শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১:২৩ PM আপডেট: ০২.১১.২০২৪ ৩:০৭ PM
রিকশাচালকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খালিদ হাসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। যানজট নিরসনে কাজ করার সময় শুক্রবার (১ নভেম্বর) রাতে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত মো. খালিদ হাসান ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। 

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে তো শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে অনেক ক্রাউড (ভিড়) হয়। রিক্সাওয়ালারা যত্রতত্র বসে থাকেন, এতে করে জ্যাম আরও বাড়ে। ওই শিক্ষার্থীর সঙ্গে এই বিষয়ে রিকশাওয়ালার বাগবিতণ্ডা হয়। পরে সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুঝতে পেরে রিকশা রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ক্যাম্পাস নিরাপদ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি, এটি ধীরে ধীরে প্রয়োগ হবে। অবশ্যই আমাদের নিরাপদ রাখতে হবে, কেননা এখানে অনেক মাদকাসক্ত ঘুরে বেড়ায়। অনেক শিক্ষার্থীই ছিনতাই ও হেনস্তার শিকার হয়।

ক্যাম্পাস প্যাট্রোলিংয়ের বিষয়ে তিনি বলেন, টিএসসি স্টুডেন্ট সাপোর্ট ইউনিটকে ক্যাম্পাস প্যাট্রোলিংয়ের জন্য কিছু শিক্ষার্থীর তালিকা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তারা তালিকাও তৈরি করেছেন। তবে এটি এখনও অফিশিয়ালি শুরু হয়নি, কিন্তু কিছু শিক্ষার্থী তার আগেই স্ব-উদ্যোগে এই কাজ শুরু করেছে। আমরা তাদের নিবৃত্ত করেছি। তাদের বলেছি, তোমাদের সঙ্গে আমাদের অফিশিয়ালি বৈঠক হবে, তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, তোমাদের কার্ড দেওয়া হবে। নয়তো কেউ তোমাদের কথা শুনবে না।

অফিশিয়ালি নিয়োগের আগেই যারা এসব কাজ করছে, তাদের বিষয়ে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদের সংশোধন করা যাবে না, এদের প্রয়োজন কাউন্সেলিং। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত