বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
অস্ত্র হাতে তোলা সেলফিই কাল হলো রায়হানের
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৫০ PM
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করে চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশ। পরে যুবকের মোবাইল ফোন তল্লাশি করে দেখা মেলে অস্ত্রসহ যুবকের একধিক সেল্ফি (ছবি)। পরে এসব ছবির সূত্র ধরে জিজ্ঞাবাদ শেষে অভিযান চালিয়ে উদ্ধার হয় ছবিতে থাকা সেই অস্ত্রটি৷ 

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

তিনি বাংলাদেশ বুলেটিনকে জানান, গতকাল (রোববার) রাতে পুলিশি অভিযান চলাকালে নতুন ব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদ নামে এক যুবককে সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে তল্লাশি করে তার পকেট থেকে কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ওই যুবক কৌশলে তার মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করে। এতে তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। তার অনুমতি নিয়ে তার ফোনটি চেক করে অস্ত্র হাতে তার একটি ছবি পাওয়া যায়।

আটকের পর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সেই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া থানার দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া, আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত