বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
যে পাত্রের সঙ্গে বিয়ে করলেন সানি লিওন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২:৫৪ PM আপডেট: ০৫.১১.২০২৪ ৮:৩৩ PM
বিয়ে করলেন একসময়ের পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আবারও নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। 

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর আবার নতুন করে বিয়ে করলেন এই জুটি। বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে৷

মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে সঙ্গীকে সঙ্গে নিয়ে ফের বললেন, ‘আই ডু!’ সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করার ইচ্ছে ছিল তাঁদের। সেই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী সানি লিওনি। তবুও নীল ছবির ট্যাগ যেন তাঁর শরীর থেকে সরছে না। মাঝে মধ্য়েই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান।
সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে সানি জানান, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওনি। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভাল আমাকে একপ্রকার ঘেন্না করে।’

পর্ন দুনিয়া থেকে সানি লিওনি প্রথমে এসেছিলেন ভারতের বিগ বস রিয়্য়ালিটি শোয়ে। তারপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’ সিনেমা দিয়ে বলিউডে পা। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তাঁর সিনেমা মুক্তি পেলেও, তাকে অভিনেত্রী কম, শুনতে হত পর্নস্টার। সানি চেষ্টা করেছিলেন এই ইমেজ ভাঙতে। তবুও বেশিরভাগ লোকজন বার বার ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাকে পুরনো জগতে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত