বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
৫ আগস্ট লুট হওয়া থানার মোটরসাইকেল পুকুর থেকে উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২:৪৬ PM আপডেট: ০৫.১১.২০২৪ ৮:৪৮ PM
পাহাড়তলী থেকে লুট হওয়া একটি নাইন এম এম পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুকুরে জাল দিয়ে তল্লাশি এবং পাহাড়ের মাটি খুড়ে এগুলো উদ্ধার করা হয়।

থানা লুটে জড়িত থাকার অভিযোগে এসময় দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি ওয়াকি-টকি, মোবাইল, ঘড়ি ও দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার দুজন হলেন মাহবুব রহমান ও নুর নবী। দুজনই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। 

পাহাড়তলী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়তলী এলাকা থেকে প্রথমে মাহাবুবকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে সাগরিকা বিটাক মোড় এলাকায় ব্রাহ্মণ পুকুরে জাল ফেলে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুর নবীকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জানায়, ইস্পাহানি রেলগেটের উত্তরে পাহাড়ের মাটির নিচে একটি অস্ত্র রাখা আছে। পরে তাদের নিয়ে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বলেন, থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশের একটি নাইন এম এম পিস্তল, এক সেট ইউনিফর্ম, দুইটি হাত ঘড়ি, পাঁচটি মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৩টি মোটরসাইকেলের কোনো হদিস মেলেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত