সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের সফল অভিযানে সংঘবদ্ধ অটো বাইক (বোরাক) ছিনতাই চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক ও ছিনতাইকৃত ২টি অটো বাইক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী।
শাহজাদপুরে সিরাজ প্লাজা নামক আবাসিক হোটেল থেকে ২ জন এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৪ জনকে আটক করা হয় এবং সিরাজগঞ্জ এর ব্যক্তি মালিকানাধীন একটি গ্যারেজ থেকে সংরক্ষিত অবস্থায় ছিনতাইকৃত ২টি অটো বাইক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর থানার খোসালপুর গ্রামের সাত্তারের ছেলে মোঃ আশরাফুল মিয়া (৩০), নিলফামারী জেলার সৈয়দপুর থানার চওড়া বাজার এলাকার মন্টু মিয়ার ছেলে মোঃ শামীম,পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৪ জনকে আটক করা হয়।
বাকী ৪ জন হলেন শাহজাদপুরের দত্তদরতা গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে শাহআলম (৩৫), চর জামিরতা গ্রামের মৃত ছানোয়ারের ছেলে আবু সাঈদ (৪৪), কাংলাকান্দা গ্রামের আঃ রশিদ এর ছেলে জুলমত আলী (৪২),সিরাজগঞ্জ সদর থানার হরিরামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ( ৪২)।