মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
স্ত্রীকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৮:২৩ PM
যশোরের মো. নাজমুল হোসেনের (৩৫) সঙ্গে ৭-৮ বছর আগে বিয়ে হয় নাজমিনের (ছদ্মনাম)। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান। তবে তিন বছর আগে নাজমুল তার স্ত্রীকে স্বপ্ন দেখিয়ে ভারতের মুম্বাই নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। 

এ ঘটনায় আদালতে গত মার্চ মাসের ১০ তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/১১ ধারায় মামলা করা হয়। সম্প্রতি তাকে উদ্ধার করেছে যশোরের পিবিআইয়ের একটি দল।

পিবিআই জানায়, মো. নাজমুল হোসেন তার স্ত্রীকে প্রলোভন দেখিয়েছিলেন, ভারতে গেলে উচ্চ বেতনে চাকরি পাওয়া যাবে। সেখানে যাওয়ার জন্য তিনি স্ত্রীকে উদ্বুদ্ধ করে। স্বামীর কথায় বিশ্বাস করে তার স্ত্রী ভারতে যেতে রাজি হন। তবে নাজমুল হোসেন তার স্ত্রীকে ভারতের মুম্বাই শহরে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে আসেন।

পিবিআই আরও জানায়, এ ঘটনায় পরবর্তীতে নাজমুলের স্ত্রীরের পরিবার তাকে উদ্ধারের জন্য আদালতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/১১ ধারায় মামলা করে। পরে আদালত পিবিআই যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান ওই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন।

পিবিআই আরও জানায়, পিবিআই মানব পাচার নিয়ে কাজ করে এমন কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের সহায়তায় নাজমিনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনে। নাজমিন গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত