বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
স্ত্রীকে নিয়ে গেলেন আবাসিক হোটেলে, অতঃপর...
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮:২০ PM
মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী রুকসানা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী রুবেল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় স্বাস্থ্যকর্মী রুকসানা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে। নিহত রুকসানা বেগম সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করতেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, রুকসানা বেগমের স্বামী রুবেল মিয়া বেকার থাকার কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয়। স্বামী রুবেল কোনো কাজ না করায় বিবাহ বিচ্ছেদের হুমকি দেন রুকসানা। এতে রুবেল ক্ষুব্ধ হন এবং তার বাড়িতে নিয়ে যাওয়া কথা বলে গত রোববার মধ্যরাতে মানিকগঞ্জে আসেন। এরপর রাত হওয়ায় অজুহাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর রুম ভাড়া নেন। 

পরে হোটেলের রুমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর স্ত্রী রুকসানা ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে হোটেল থেকে ভোররাতে পালিয়ে যান রুবেল। এরপর গতকাল সোমবার দুপুরে হোটেলের ম্যানেজার রুমের ভেতরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মাদ আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর একটি দল। হোটেলের সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে রুবেলের অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত