বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে আইনজীবী হত্যা: বিজিসি ট্রাস্টের ছাত্রের ছাত্রত্ব বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ PM
চট্টগ্রাম নগরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শুভ কান্তি দাস নামের এক ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুভ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এস এম শোয়াইবের স্বাক্ষরিত এক নোটিশে এই বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, সাইফুল হত্যার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া হাতে দেশীয় অস্ত্রসহ একদল যুবকের একটি ছবি থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত করেছেন তার পরিচিতিরা। পরবর্তিতে আরেকটি ভিডিওতে কিছু যুবককে সাইফুল হত্যায় অংশ নিতে দেখা গেছে। সাইফুল খুনের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত