বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৮:৩০ PM
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূঞাপুর শাখা এবং তাওহীদি জনতা ও সর্বস্তরের ওলামাকেরামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার হাজার হাজার ইসলামী তাওহীদি জনতা ও সর্বস্তরের ওলামাকেরাম অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন- দেশে হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে একটি মহল। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মুফতি মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল্লাহ আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত