রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে আসা ছাত্রলীগ নেতাকে গণধোলাই, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:৩৮ PM আপডেট: ৩০.১১.২০২৪ ৪:৫৪ PM
সার্টিফিকেট তুলতে এসে গ্রেফতার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, গতকাল শুক্রবার মধ্যরাতে শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে সাবেক এই নেতাকে ধরে মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় চিকিৎসার জন্য মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মতিহার থানায় নিয়ে আসা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, সার্টিফিকেট তুলতে আসলে গতকাল রাতে জিয়া হলের সামনে ছাত্রলীগের এক নেতাকে ধরে মারধর করেন শিক্ষার্থীরা। ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ছাত্রলীগ নেতা ফিরোজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত