রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
২১ আগস্ট গ্রেনেড হামলার ‘সত্যতা’ নিয়ে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:৩৮ PM
২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাটি ছিল চরম নৃশংস ও দুর্বৃত্তায়িত প্রতিশোধ পরায়ণ ও রাজনৈতিকভাবে অগণতান্ত্রিক পন্থা, যা গণতান্ত্রিক শান্তিকামী মানুষ কামনা করেন না।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ঘটনাটির সুষ্ঠু ন্যায়বিচার ও প্রকৃত দোষীদের শাস্তি বিধান নিশ্চিত ছিল একটি গণতান্ত্রিক দেশে তার বিচার ব্যবস্থার দায়িত্ব। বিচার প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতিতে সত্য ঘটনা চাপা পড়ে যাওয়া ও প্রকৃত দোষী নিরূপন না হওয়া ভবিষ্যতে খারাপ নজির বলে জনমানসে থেকে যাবে।

ঘটনার সত্যতাকে সামনে রেখে রাষ্ট্রকে পুনঃউদ্যোগ নিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি বিধান নিশ্চিত করা উচিৎ বলে মনে করে ওয়ার্কার্স পার্টি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত