মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:০৯ PM
জামালপুরের মেলান্দহে ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়ানগর তেতুলতলা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কৃষকরা নয়ানগর তেতুলতলা মোড় রেললাইনের পাশে বানীবন্দে ধান কাটতে যান। এসময় গলায় রশি পেঁচানো অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কৃষক খাইরুল ইসলাম বলেন, সকালে ক্ষেতে ধান কাটতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে কারণ মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত