রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
নাটোরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ PM
নাটোরে বেসরকারি সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) ব্যবস্থাপকের আত্মসাৎ করা ২৩ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা আদায়ে নিরপরাধ মাঠ কর্মীদের নামে কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়াসহ থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তদন্তে ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ প্রমাণ হলেও অন্যায় ভাবে মাঠ-কর্মীদের চাকরিচ্যুতিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

অবিলম্বে হয়রানি বন্ধ করাসহ প্রকৃত অপরাধীকে আটক করে গ্রাহকদের টাকা উদ্ধারের দাবি জানান একজন ভুক্তভোগী মাঠ কর্মী। বুধবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঠ কর্মী সাজেদা খাতুন এ দাবি জানান। 

লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা রিকের নাটোর সদর শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান গত ১৩ জুন ২৩ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা তুলে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে গত ২৫ জুন নাটোর সদর থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তদন্তে কামরুজ্জামানের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনার প্রমাণ মিলেছে। কিন্তু গত ২৭ জুন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল মুনছুর রহমান এবং এরিয়া ম্যানেজার রিয়াজ শেখসহ অন্যান্য কর্মকর্তারা মাঠ কর্মী সাজেদা খাতুন, নুর মোহাম্মদ ও ইবনে বতুতা আমীনকে অফিসে ডেকে সকল গ্রাহকদের পাশ বইয়ে জোর পূর্বক টাকা আদায়কারীর স্বাক্ষর নেন।

এ সময় সব টাকার দায়ভার তাদের উপর চাপিয়ে সাজেদা খাতুনের পরিচালিত সমিতি হতে ১৪ লাখ ৯৫ হাজার এক শত টাকার বিপরীতে তার কাছ থেকে যমুনা ব্যাংক নাটোর শাখার ফাঁকা চেক (যার নং-১৭২৭৯২৭) এবং ৪শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হুমকির মুখে স্বাক্ষর নেন। বর্তমানে সাজেদা খাতুন বড়াইগ্রামের বনপাড়া শাখায় কর্মরত থাকলেও তাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে। চাকরী হারিয়ে সন্তানদের নিয়ে এমনিতেই সাজেদা খাতুন মানবেতর জীবন যাপন করছেন। তার পরও কামরুজ্জামানের কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার নামে চেক ডিজ-অনার মামলাসহ প্রাণনাশের হুমকি দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যবস্থাপককে গ্রেফতারসহ গ্রাহকদের টাকা আদায় করা এবং তাকে চাকরীতে পুনর্বহাল করে হয়রানী থেকে মুক্তি দেয়ার দাবি জানান সাজেদা খাতুন।

এ ব্যাপারে জানতে চাইলে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের জোনাল ম্যানেজার রেজাউল করিম বলেন, ব্যবস্থাপক পালিয়ে গেছে এবং তার নামে থানায় ২৩ লক্ষাধিক টাকা আত্মসাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে সত্য। কিন্তু টাকা উঠানোর দায়িত্ব যেহেতু মাঠ-কর্মীর, তাই তাদেরকেই টাকা দিতে হবে। তবে চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত