রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
নড়াইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ PM
নড়াইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ছাত্রদল নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্যদেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস,সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি , সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশেদ সাথীল,যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু, যুগ্ম আহবায়ক শাহবাজ সজীব,আব্দুল হাই ডিগ্রি কলেজ শাখার আহবায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন গত ১৫ বছরের আওয়ামী সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সাংবাদিক নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী জানানো হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত