রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন এতিম মেয়েদের বিবাহোত্তর উপহার প্রদানের একটি মানবিক উদ্যোগ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১ জন এতিম মেয়েকে বিভিন্ন বিবাহোত্তর সামগ্রী উপহার দেওয়া হয়।
উপহারের মধ্যে ছিল খাট, লেপ, তোশক, আলমারিসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় আসবাবপত্র। এই উদ্যোগের মাধ্যমে এতিম মেয়েদের নতুন জীবনে সহায়তা করার একটি প্রশংসনীয় প্রচেষ্টা চালানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ও ইউনিয়ন আমীর মোঃ মনিছুর রহমান।
এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।