সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
গাছের ডালে ঝুলছিল নিখোঁজ যুবকের লাশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার জামতলীতে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলী মুসলিম শিবির কবরস্থানের পাশে জামগাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

নিহত মোঃ হানিফ (২৭) একই এলাকার মোঃ জালাল উদ্দীনের ছেলে। নিহত হানিফ ভিডিপি সদস্য ছিলেন।

মৃত হানিফের সন্তান সম্ভবা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, কারো সাথে তার শত্রুতা  ছিল না। গত রবিবার মাহফিলে যাওয়ার কথা বলে বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।

স্থানীয় ও নিকট আত্মীয়রা জানান, কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায়।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত