বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে ৬৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:৫৭ PM আপডেট: ২১.০১.২০২৫ ৯:০৪ PM
তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।
তিনি বলেন, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা গভীরভাবে ব্যথিত। হোটেলে আগুন লাগার ঘটনায় ৬৬ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ১২তলা গ্র্যান্ড কার্তাল হোটেলের রেস্তোরাঁয় রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন লাগার কারণ তদন্তাধীন।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন আনাদোলু এজেন্সিকে জানান, আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এনটিভি জানিয়েছে, কিছু লোক চাদর এবং কম্বল ব্যবহার করে রুম থেকে নেমে আসার চেষ্টা করেছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত