নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের চাটখিল উপজেলা টিমের উদ্যেগে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, চাটখিল উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার ফজলে রাব্বি ভূঁইয়া ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
টিম লিডার ফজলে রাব্বি ভূঁইয়া বলেন, রেড ক্রিসেন্ট টিম বিভিন্ন দূযোর্গকালীন সময়ে ভলন্ডিয়ারি সার্ভিস দেয়ার পাশাপাশি অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে।