শেরপুরে পূর্ব শত্রুতার জেরে রাজু আহাম্মেদ (২৬) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার বাবা মো: বাবুল আহাম্মেদ (৫০) কে কুপিয়ে মারাত্মক জখম করেছে একই গোত্রের হাবিবুর ও তার সহযোগীরা।
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর সদর উপজেলার চর সাপমারী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, একই গোত্রের শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, মৃত আশকর আলীর ছেলে শহিদুল ইসলাম ও জবেদ সহ অজ্ঞাতনামা তিন চার জন সংঘবদ্ধ ভাবে গত ২০ জানুয়ারি সোমবার রাতে তাদের বাড়ির সম্মূখে অবস্থিত দোকানের সামনে রাজু আহাম্মেদকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা দ্বারা মাথায় কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান।
এসময় তার চিৎকার শুনে তাকে বাঁচাতে তার বাবা বাবুল আহাম্মেদ এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। এ ঘটনায় সাবেক সেনা সদস্য রাজু আহাম্মেদ ও তার পরিবার খুবই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাজু আহাম্মেদ বলেন, আমি ঢাকায় পোশাকের ব্যবসা করি। গত রাতে আমি ঢাকা থেকে বাড়ি আসা মাত্রই আমার উপর এ হামলা করা হয়। আমি আমার ইউনিটের সেনা সদস্যদের জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় রাজুর বাবা বাবুল আহাম্মেদ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম বলেন, মামলাটি তদন্তাধীন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।