বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
বাড্ডায় রিকশা থামিয়ে যুবকের বুকে ছুরি মেরে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:২১ PM
মেরুল বাড্ডার আনন্দ নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।  

আহত মো. টিপু মিয়া (২২) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। খিলগাঁও এলাকায় ভাড়া থাকেন তিনি। টিপু প্রাইভেট কারের চালক বলে জানিয়েছেন স্বজনেরা।

আহতের বন্ধু আজিজ বলেন, টিপু মেরুল বাড্ডা এলাকায় এক ব্যক্তির প্রাইভেট কারের চালক। রাত সাড়ে ১২টার দিকে মেরুল বাড্ডার আনন্দ নগর এলাকা দিয়ে রিকশায় বাসায় ফিরছিল টিপু। এ সময় পথে ওঁৎ পেতে থাকা ৪–৫ জন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এক পর্যায়ে তাঁর বুকে ও পিঠে  ছুরিকাঘাত করে কাছে থাকা নগদ ২৮ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

তিনি বলেন, পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত