হলিউডে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নেটফ্লিক্স। বিশ্বের শীর্ষ এই স্ট্রিমিং জায়ান্ট ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম ও স্ট্রিমিং ব্যবসা কিনতে সম্মত হয়েছে। এ দৌড়ে কমকাস্ট ও প্যারামাউন্টকে পেছনে ফেলে চুক্তিটি নিজেদের করে নিয়েছে নেটফ্লিক্স। হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ বহু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও ম্যাক্স এই চুক্তির আওতায় আসছে।
চুক্তিটি কার্যকর করতে হলে প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। তবে এই একীভূতকরণ ঘিরে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে নেটফ্লিক্স। রাইটার্স গিল্ড অব আমেরিকাসহ বিভিন্ন সংগঠনের আশঙ্কা, এতে চাকরি কমবে, কর্মীদের অবস্থা খারাপ হবে এবং দর্শকদের জন্য সাবস্ক্রিপশন খরচ বাড়ার পাশাপাশি কনটেন্টের বৈচিত্র্যও কমে যেতে পারে।
নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারানদোস জানিয়েছেন, তারা অনুমোদন পাওয়ার বিষয়ে আশাবাদী। তার মতে, ওয়ার্নার ব্রাদার্সের বিশাল কনটেন্ট লাইব্রেরি যুক্ত হলে দর্শকরা আরও সমৃদ্ধ অভিজ্ঞতা পাবেন। নেটফ্লিক্সের ধারণা, বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ সাশ্রয় করা সম্ভব হবে।
নগদ ও শেয়ার মিলিয়ে পুরো চুক্তির মূল্য প্রায় ৮২.৭ বিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাগুলো আগের মতোই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে হলিউডের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে।