সচিবালয়ের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের গাড়ির নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে ভবনগুলোর মধ্যকার সংযোগ সেতু (কানেক্টিং ব্রিজ) ভেঙে ফেলা হচ্ছে। একইসঙ্গে পুরোনো ভবনগুলোতে বসানো হচ্ছে আগুন প্রতিরোধী দরজা।
ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, ফায়ার সার্ভিসের ৬৮ মিটার লেডারসহ বড় গাড়িগুলো যাতে সহজে সচিবালয়ের ভেতরে চলাচল করতে পারে, সেজন্য ৫-৬ ও ৬-৭ নম্বর ভবনের মধ্যকার সংযোগ সেতুর একটি অংশ ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সব সেতু ভেঙে ভবিষ্যতে তিনতলা উচ্চতায় নতুন করে নির্মাণ করা হবে।
তিনি জানান, আপাতত পাঁচ নম্বর গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে। পাশাপাশি শুধুমাত্র ফায়ার সার্ভিসের জন্য জিপিওমুখী চার নম্বর গেটের পাশে একটি বিশেষ গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া পুরোনো ভবনগুলোর সব ফ্লোরে আগুন প্রতিরোধী দরজা বসানো হবে। নতুন ভবনগুলোতে ইতোমধ্যে ফায়ার সেফটি ডোর সংযোজন করা হয়েছে। সাত নম্বর ভবনের আগুনে ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোর পুনর্নির্মাণের সময়ও এসব দরজা বসানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, সচিবালয়ের অগ্নিনিরাপত্তা জোরদারে দেওয়া সুপারিশ অনুযায়ী কাজ এগোচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। কাজ শেষ হলে আরও পর্যবেক্ষণ করা হবে।