বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ‘গোপন ভিডিও’ নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩০ PM
ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম এর নামে একটি আপত্তিকর ভিডিও ‘সমন্বয়ক নুসরাতের গোপন ভিডিও ফাঁস’ দাবিতে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। 

ভিডিওটি প্রচারের পাশাপাশি ওই ভিডিওর প্রেক্ষিতে “বেডি সমন্বয়ক নুসরাত তাবাসসুম কট”, বেডি সমন্বয়ক নুসরাত তাবাসসুম ৩ মিনিট ১২ সেকেন্ড জাতিকে উপহার দিল” ইত্যাদি টেক্সট আকারেও পোস্ট দেয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায় নুসরাত তাবাসসুমকে নিয়ে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট বা অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে একটি পুরোনো ভিডিও সংগ্রহ করে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের একটি ছবি যুক্ত করে ভিডিওটি তার বলে প্রচার করা হয়েছে।
ভিডিওটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন পর্ণসাইটে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অন্তত ২০২২ সাল থেকে ভিডিওটি বিভিন্ন পর্ণ ওয়েবসাইটে রয়েছে বলে দেখা যায়। এসব ওয়েবসাইটে ভিডিওর নারীর কোনো পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, ভিডিওটি পর্যবেক্ষণে করে, ২০২২ সালের সমন্বয়ক নুসরাতের ছবির সাথে তুলনা করে ওই ভিডিওর নারীর সাথে নুসরাত তাবাসসুমের মুখমণ্ডলের মিল পাওয়া যায়নি।

অর্থাৎ, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের গোপন ভিডিও দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। ইন্টারনেটের আ্যাডাল্ট সাইটের একটি পুরনো ভিডিওকে নুসরাত তাবাসসুমের নামে প্রচার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত