সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
সোমবার ১৭ মার্চ ২০২৫
সাংবাদিক নির্যাতনের ঘটনায় ওসি মনজুর কাদেরসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ২:৪৫ PM
দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক মনসুর আলম মুন্নাকে কক্সবাজার শহর থেকে তুলে নিয়ে চকরিয়া থানা হেফাজতে আটক করে নির্যাতনের অভিযোগে ওসি মনজুর কাদের ভূইয়াসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজার আদালতে ওসি মনজুর কাদের ভূইয়াসহ ৪ জনকে আসামি করে ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি করেন নির্যাতনের শিকার সাংবাদিক মনসুর আলম মুন্না।

বিজ্ঞ আদালত বিশেষ পুলিশ সুপার সিআইডি কক্সবাজারকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

এছাড়াও কক্সবাজার ঈদগা এলাকার এক বাসিন্দা আরেকটি হত্যা মামলা দায়ের করেছেন উক্ত মামলার প্রধান আসামি ওসি মনজুর কাদের ভূইয়াসহ কয়েকজন।

ওসির বিরুদ্ধে দুটি মামলা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক),পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ তিনটি অভিযোগ তদন্ত করছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত