অবসরজনিত কারনে বাগেরহাট জেলার শরণখোলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে ১৯৯৯ সালে তিনি ও তার আত্মীয়-স্বজন জমি দান করে কলেজটি প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ কান্না জড়িত কণ্ঠে তাকে হারানোর অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলিম আল রেজা (শোভন)। কলেজের অধ্যক্ষ শেখ মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, দাতা সদস্য প্রফেসর মোশাররফ হোসেন, রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, শরনখোলা অধ্যক্ষ পরিষদের সকল সদস্য, কলেজ সমমান শিক্ষক সমিতি সাবেক সভাপতি মনিরুল হক বাবুল ও বর্তমান সভাপতি ডঃ আঃ জলিল, গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা তালুকদার, রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভাত্তোর প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষকে কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী নজরুল ইসলাম সহ তার দুই কন্যা সন্তানদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা।