সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ফিল্মিস্টাইলে ‘সুড়ঙ্গ’ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:১৪ PM
লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোনালী ব্যাংকের এই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে।

গত মধ্যরাতের পর সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে ডাকাত দল পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতের পর সদর উপজেলার বড়বাড়ী ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাতরা সটকে পড়ে। এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেওয়ালে সুড়ঙ্গ দেখতে পায়। ডাকাতরা ব্যাংকের পেছনের অংশের দেয়ালে সিঁধ কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল।  

সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ব্যাংকে চলে আসি। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। ডাকাতরা ব্যাংকের পিছনে সিঁধ কেটেছিল। কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। ব্যাংকে থাকা টাকা ও অন্যন্য জিনিসপত্র সব ঠিকঠাক আছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন জানান, ব্যাংকের ভবনের পেছন দিক থেকে সুড়ঙ্গ খুঁড়েছিল ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত