মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জাতীয় ঐক্য না হলে দেশ ‘ভারতের অঙ্গরাজ্য’ হয়ে যাবে: আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ PM
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ‘সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। এই মুহূর্তে দেশের সব মানুষকে কোরআন-হাদিসের আলোকে এগিয়ে যাওয়া দরকার।’ 

গতকাল বিকেলে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে স্টোডিয়াম মাঠে স্থানীয় আইডিয়াল মাদরাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, ‘এ দেশের সংবিধান কোরআন-হাদিস অনুযায়ী চললে কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ হতো না। অন্তত এই দেশে এক চোর গেলে, আরেক চোর বসার সুযোগ পেত না। কোরআনের আলোকে দেশ চললে সবাই ভালো হয়ে যেত। সূরা ফুরকানে ৭৭ নম্বর আয়াতের মধ্যে ৭৩টি ধারা আছে। দল-মত-নির্বিশেষে এই ৭৩টি ধারা সংবিধান দেওয়া হোক। এ ধারাকে আমরা সংবিধানে দেখতে চাই।’ 
 
আমির হামজার ওপর গত সরকারের আমলে জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমাকে বিনা অপরাধে তিন বছর বন্দি রাখা হয়েছিল। ওরা আমার জীবনকে শেষ করে দিয়েছে। জালিম সরকার পতনের পরে আমি জেল থেকে বের হয়েছি। বিগত সরকারের আমলে তাদের বিপক্ষে জেলহাজতে ভরে রাখত।’

মাহফিলে অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ইলিয়াস মোল্যা। তাফসিরুল কোরআন মাহফিলে আইডিয়াল মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত