ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক করে পাঁচ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাবির মল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের টংগী বাড়ি এলাকার এনি, যাত্রাবাড়ি এলাকার তূর্য আহমেদ খান, বাগেরহাটের বেগমগঞ্জ এলাকার রাকিব, মাদারীপুরের ধোলাইপাড়ার আশিক এবং বরিশালের আলী হোসেন রোডের আশিক গাজী। এর মধ্যে এনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করার পর পুরোনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।
তথ্যটি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরোনো একটি মামলায় যে মামলায় তারা সম্পৃক্ত ছিল, ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও পাওয়া গেছে।
ভিডিওতে দেখা গেছে, ছাত্রদলের এক নেতা অভিযুক্ত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।