সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে গত ১৬ বছরে: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ২:২৪ PM
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সংগৃহীত ছবি

গত ১৬ বছরে গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

নুর বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও গণমাধ্যমসহ বিভিন্ন বিষয় উঠে আসেনি। গত ১৬ বছরে গণমাধ্যমে লাইসেন্স দেওয়াসহ গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে। উপদেষ্টা পরিষদের নিয়োজিত যারা তারা গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলতে আগ্রহী নয়। বললেই তারা বলেন, অল্প সময়ের জন্য এসেছেন।

গণমাধ্যমকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এবার পরিবর্তন না হলে গণমাধ্যম পরিবর্তন হওয়া সম্ভব নয়, তাই গণমাধ্যম নীতিমালা বাস্তবয়ানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।



আরও সংবাদ   বিষয়:  নুরুল হক নুর   গণমাধ্যম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত