ফরহাদ মজহার বলেছেন, জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে 'মব' বলা হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ভাষা।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে 'মব' বলা হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ভাষা। এটি রাষ্ট্র ও সংবিধান রক্ষার নামে গণবিরোধিতা।
প্রসঙ্গত, গতকাল অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীতে ঘটে যাওয়া মবকে সতর্ক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক পেইজে লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না, আইন নিজের হাতে তুলে নেওয়া।
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।