গাজীপুরের টঙ্গীতে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স। অভিযানে প্রায় ৩ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার টঙ্গীর বিভিন্ন এলাকায় পরিচালিত হয় বিশেষ টাস্কফোর্স অভিযান। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক উল আলম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীর সদস্যরা।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন। অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকার মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকার মারফত এন্টারপ্রাইজ নামে দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
জানা গেছে, উল্লেখিত কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। পাশাপাশি, বড়দেওড়ার সিংবাড়ী রোডে অবস্থিত আল আরাফ নামের একটি সুতার ফ্যাক্টরিতে অভিযানে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার সুপারিশ করা হয়েছে। প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকোর পক্ষ থেকে মিটার জব্দ করা হয়।
টাস্কফোর্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ও আইনানুগ শিল্প কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।