টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ বরিশাল জেলা সদরের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকার ব্লু ফ্যাশন নামক পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাহফুজ বিআরটি উড়াল সড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী পেছন থেকে তাকে ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরতর আহত হন তিনি।
এ সময় মহাসড়কে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।